ডাক্তার-ইঞ্জিনিয়ার এবং বিসিএস জেনারেল ক্যাডার

ডাক্তার-ইঞ্জিনিয়ার এবং বিসিএস জেনারেল ক্যাডার

ইঞ্জিনিয়ার কেনো বিসিএস দেয়? ডাক্তার কেনো বিসিএস দেয়? বহুল আলোচিত প্রশ্ন! কেউ কেউ পরিসংখ্যান দিচ্ছে ৩৮তম বিসিএসে জেনারেল ক্যাডারের সিংহভাগ জায়গা দখল করেছে এদেশের ডাক্তার ইঞ্জিনিয়ারগণ। প্রশ্ন হচ্ছে দেশের সকল ডাক্তার ইঞ্জিনিয়ার যদি বিসিএস ক্যাডার হয়ে যায় তবে হাসপাতালে বসবে কে? কিংবা মিল ফ্যাক্টরি চালাবে কে? প্রশ্নটা শুনলে প্রথমে একটা ধাক্কাই খেতে হয়। কিন্তু এ যুক্তির অপর পৃষ্ঠায় কি আছে তার খোঁজ কেউ করেনা।

কোনো বিসিএসএর জেনারেল ক্যাডারে পদ থাকে বড়জোর ৬০০টি। যদি এ ৬০০ পদই ইঞ্জিনিয়াররা দখল করে তবে এদেশে যতো ইঞ্জিনিয়ার আছে তাদের মোট সংখ্যার কি দশ ভাগ হয়? কিংবা ৬০০ পদের সবগুলোই যদি ডাক্তারগণ নিয়ে নেয় তবে কি দেশের ডাক্তারদের মোট সংখ্যার দশভাগ হয়? যদি না হয় তবে দেশের সকল ডাক্তার ইঞ্জিনিয়াররা বিসিএস জেনারেল ক্যাডার হয়ে যাচ্ছে বলে যে রব উঠানো হয় তা কি ডাহা মিথ্যে কথা নয়?! সত্য হলো দেশের ৯০ ভাগ ডাক্তার হাসপাতালে নিজের পেশাতেই আছে এবং ৯০ ভাগ ইঞ্জিনিয়ার মিল ফ্যাক্টরিতেই কাজ করছে কিংবা উদ্যোক্তা হচ্ছে, কিছু হয়তোবা উচ্চশিক্ষার্থে বিদেশ যাচ্ছে। ৯০ ভাগ ডাক্তার ইঞ্জিনিয়ার নিজ নিজ সেক্টরে অবদান রাখার পর বাকি দশভাগ যদি বিসিএস দিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে যেতে চায় তবে তা কি অন্যায্য? এই দশভাগ ডাক্তার ইঞ্জিনিয়ারদের কি তাদের নিজেদের সেক্টরের স্বার্থেই নীতিনির্ধারণীতে যাওয়া উচিৎ নয়? অন্যবিষয় থেকে পাস করা একজন আমলা স্বাস্থ্য মন্ত্রনালয় যেভাবে পরিচালনা করবে তার চেয়ে ভালোভাবে কি একজন ডাক্তারি পাস করা আমলা পরিচালনা করতে পারবে না? অথবা সাধারন বিষয়ে পাস করা একজন আমলা বস্ত্র মন্ত্রনালয় যেভাবে চালাবে তার চেয়ে ভালোভাবে কি একজন বস্ত্র প্রকৌশলী পরিচালনা করবে না?

ডাক্তার-ইঞ্জিনিয়ার এবং বিসিএস জেনারেল ক্যাডার

দেশের সকল ডাক্তার ইঞ্জিনিয়ারদের কথা বিবেচনা করলে কোনোভাবেই বিসিএসকে(জেনারেল) একমাত্র অবলম্বন হিসেবে নেয়া ডাক্তার ইঞ্জিনিয়ারের সংখ্যা দশভাগের বেশী নয়। অন্যদিকে অন্যান্য বিষয়ে পাশ করা শিক্ষার্থীরা মনে করে বিসিএস দেয়া তাদের জন্মগত অধিকার! তাদের ৯০ ভাগ বসে থাকে বিসিএস দেয়ার জন্য। দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার! কিন্তু পদার্থবিদ কি দরকার নেই? গণিতবিদ দরকার নেই? অর্থনীতিবিদ দরকার নেই? পদার্থবিদ ছাড়া দেশের ইঞ্জিনিয়াররা থিওরি কোথা থেকে পাবে? বিদেশ থেকে আর কতো? আজ দেশকে বিশ্বব্যাংকের অর্থনীতিবিদদের দিকে তাকিয়ে থাকতে হয় কারন দেশের অর্থনীতিবিদরা সকলেই বিসিএস দিচ্ছে। দেশে ডাক্তার দরকার কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ কিংবা সমাজতাত্ত্বিক কি দরকার নেই? দেশে ধর্ষন বাড়ছে, সামাজিক অপরাধ বাড়ছে কিন্তু মানুষ কেনো তাদের কাছে যায় না? তারা কি তাদের প্রয়োজনীয়তার কথা মানুষের কাছে তুলে ধরতে পেরেছে? বাংলা সাহিত্যের কেনো বেহাল দশা? ৭১ এর পর জন্ম নেয়া কোনো সাহিত্যিকের নাম চট করে মাথায় আসে না কারন সাহিত্যে অনার্স মাস্টার্স করে শিক্ষার্থীরা বিসিএস দিচ্ছে। প্রত্যেকটি সাবজেক্টেরই নিজ নিজ সেক্টর আছে কিন্তু এদেশের সকলেই নিজেদের এ সেক্টর তৈরী না করে বিসিএস দেয়ায় ব্যাস্ত। বিদেশে একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারের চেয়ে একজন পদার্থবিদ কিংবা গণিতবিদ অথবা ফার্মাসিস্টের দাম বেশী কারন তারা নিজেদের সেক্টর তৈরি করতে পেরেছে। তাদের থিওরি মোতাবেক ডাক্তার ইঞ্জিনিয়াররা কাজ করে। আমাদের দেশে এর উল্টো। বরং ডাক্তার ইঞ্জিনিয়াররাই নিজেদের সেক্টরে যতোটা সম্ভব অবদান রেখে তারপর বিসিএস দেয়।

আরেকটি কথা বলা হয় ক্ষমতা পাবার লোভে ডাক্তার ইঞ্জিনিয়াররা বিসিএস দেয়। এখন কথা হচ্ছে ক্ষমতার লোভই যদি না থাকে তবে আমরা স্বাধীন হলাম কেনো? একসময় ম্যাজিস্ট্রেট ইংরেজরা হতো। আমরা নিজেদের ক্ষমতা নিজেদের হাতে নেয়ার জন্য তাদের তাড়ালাম, তারপর পাকিস্তানিদের। এখন যদি বলা হয় উমুক সাবজেক্টের শিক্ষার্থীরা উমুক পদে আসতে পারবে না তবে তা স্পষ্টত শ্রেণি বৈষম্য। আর কোথাও যদি ক্ষমতা থাকেই তবে সেখানে সকলের সমান সুযোগই থাকে। যেমন রাজনীতি কিংবা সেনাবাহিনী কিংবা বিসিএস এসকল জায়গায় সকলের মেধার ভিত্তিতে সমান সুযোগ থাকবে এটাই স্বাভাবিক। মেধায় কারো সাথে পরাজিত হয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানোটা অযৌক্তিক।

 লেখকঃ ইঞ্জিনিয়ার ফয়সাল রিশাদ

Texpedi.com

Texpedi.com | A reliable source of learning textiles

Post a Comment (0)
Previous Post Next Post